অভিনেতা জামালউদ্দিন হোসেন এবং অভিনেত্রী রওশন আরা টেলিভিশন নাটকে একসময়ের ব্যস্ত অভিনয়শিল্পী ছিলেন। বর্তমানে এ তারকা দম্পতির দুজনেই গুরুতর অসুস্থ। সংবাদমাধ্যমে তারকা দম্পতির অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন তাদের ছেলে তাশফিন হোসেন। ছেলে তাশফিন জানান, একসঙ্গে বাবা, মা দুজনেই গুরুতর অসুস্থ।
তাশফিন বলেন, আব্বাকে কানাডার ক্যালগ্যারির রকি ভিউ হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে অসুস্থ তিনি।
আশফিন আরও বলেন, আম্মার শরীরটাও ভালো নয়। খুবই খারাপ। দুই বছরের বেশি সময় ধরে তিনি পারকিনসনস রোগে ভুগছেন। ভালো করে তাই কথাও বলতে পারেন না। হাঁটতে-চলতেও পারেন না।
আশি, নব্বইয়ের দশকে চুটিয়ে কাজ করেছেন অভিনেত্রী রওশন ও অভিনেতা জামালউদ্দিন। অভিনয় করেছেন মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র এ তিন মাধ্যমে। ভক্ত, শুভাকাঙ্খী ও নেটিজেনরা দ্রুত আরোগ্য লাভ করছেন গুণী এ শিল্পী দম্পতির।
একুশে সংবাদ/স.ট./সাএ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

