নারীকেন্দ্রিক গল্পে আরও একবার দেখা যাবে ভারতীয় বাঙালি অভিনেত্রী পাওলি দামকে। সৌভিক কুণ্ডু পরিচালিত সিরিজ ‘কাবেরী’ আসছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। এই সিরিজের মাধ্যমেই ওটিটিতে হাতেখড়ি হতে চলেছে পরিচালকের। খবর পশ্চিমবঙ্গের গণমাধ্যম আজকালের
এই গল্পে ঘরে নির্যাতনের শিকার এক নারীর চরিত্রে অভিনয় করবে পাওলি। পেশায় যিনি শিক্ষক। মূলত শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্কের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘কাবেরী’ সিরিজটি। কিন্তু আপাতভীরু স্বভাবের এক শিক্ষক পাওলি পরিস্থিতির চাপে কী ভাবে ঘুরে দাঁড়ান, তা নিয়েই সিরিজের গল্প এগোবে।
পাওলির স্বামীর চরিত্রে দেখা যাবে সৌরভকে। এই প্রথমবার দর্শক জুটি হিসেবে দেখবেন পাওলি-সৌরভকে। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন ছোট পর্দার পরিচিত মুখ তিতিক্ষা দাস।
এ সিরিজ নিয়ে পাওলি বলেন, ‘চারপাশের সত্যি ঘটনা ফুটে উঠেছে এই গল্পে। একজন নারীর ঘুরে দাঁড়ানোর গল্প বলছে “কাবেরী”।
একুশে সংবাদ/এ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

