আগামী ৩ থেকে ৯ আগস্ট পর্যন্ত ‘শাবনূর সপ্তাহ’ পালন করবে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি। এ সময় প্রতিদিন দুপুর ২টায় তারা প্রচার করবে নব্বই দশকের জনপ্রিয় এ তারকা অভিনীত একটি সিনেমা।
দীপ্ত জানায়, প্রথম দিন থাকছে আরিফ মাহমুদের পরিচালনায় ‘খেয়া ঘাটের মাঝি’ দিয়ে। এতে অভিনয় করেছেন শাবনূর, ফেরদৌস, ববিতাসহ আরও অনেকে। পরদিন রোববার থাকছে ওয়াকিল আহমেদের সিনেমা ‘ভুলোনা আমায়’। এতে শাবনূরের সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন বাপ্পি, আমিত হাসানসহ অনেকে। ৫ আগস্ট থাকছে এফআই মানিকের পরিচালনায় ‘দুই বধূ এক স্বামী’। এতে অভিনয় করেছেন শাবনূর, মান্না, মৌসুমী। ৬ আগস্ট থাকছে এফআই মানিকের ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’। এতে অভিনয় করেছেন শাবনূর, মান্না, পূর্ণিমা।
৭ আগস্ট দুপুরে প্রচার হবে আবিদ হাসান বাদলের ‘তুমি শুধু তুমি’। সিনেমাটিতে অভিনয় করেছেন শাবনূর, রিয়াজ, অমিত হাসান। ৮ আগস্ট বৃহস্পতিবার থাকছে নারগিস আক্তারের ‘চার সতীনের ঘর’। এতে অভিনয় করেছেন আলমগীর, ববিতা, দিতি, শাবনূর, ময়ূরীসহ অনেকে।
একুশে সংবাদ/স.কা/হা.কা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

