AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীতে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ২ হাজার ২২০ নারীর মাঝে চাল বিতরণ



রাজবাড়ীতে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ২ হাজার ২২০ নারীর মাঝে চাল বিতরণ

নারীর সামাজিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে সরকারের চলমান ভ্যালনারেবল উইমেন বেনিফিশিয়ারি (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়নে নতুন চক্রে ২ হাজার ২২০ জন উপকারভোগী নারীর মাঝে কার্ড ও চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছোটভাকলা ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় ২০২৫-২৬ মেয়াদী চক্রের উপকারভোগীদের হাতে নতুন কার্ড তুলে দেওয়া হয়।

সরকারের নিয়ম অনুযায়ী, জুলাই ও আগস্ট মাসের জন্য ছোটভাকলা ইউনিয়নের ৩৮২ জন, দৌলতদিয়া ইউনিয়নের ৭৪৯ জন এবং দেবগ্রাম ইউনিয়নের ৫০৫ জন নারীকে প্রত্যেকে ৬০ কেজি করে চাল প্রদান করা হয়। এছাড়া উজানচর ইউনিয়নের ৫৮৪ জন নারীকে শুধুমাত্র জুলাই মাসের জন্য ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম। উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, ইউনিয়ন সচিব মো. জুবায়েরসহ বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্যরা।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম বলেন, “বর্তমান সরকার নারীর সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে দৃঢ়ভাবে কাজ করছে। ভিডব্লিউবি কর্মসূচি শুধু সহায়তা নয়, বরং নারীদের আত্মমর্যাদা বৃদ্ধি ও তাদের পরিবারকে স্বস্তি দেওয়ার একটি কার্যকর উদ্যোগ। নিয়মিত সহায়তার মাধ্যমে নারীরা খাদ্য নিরাপত্তা পাচ্ছেন এবং ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠছেন।”

তিনি আরও জানান, “ভিডব্লিউবি কার্ডের মাধ্যমে প্রতিটি উপকারভোগী পরিবার নির্দিষ্ট সময় অন্তর ৩০ কেজি করে চাল পান, যা দীর্ঘমেয়াদে তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে।”

এ সময় কয়েকজন উপকারভোগী নারী বলেন, “সংসারে অভাব-অনটনের দিনে সরকারের দেওয়া এই চাল আমাদের জন্য অনেক বড় সহায়ক। বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হয়, তবে এ সহায়তা আমাদের অনেকটা স্বস্তি দিচ্ছে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!