নোরা ফাতেহি বর্তমানে বলিউডের অতি পরিচিত মুখ। কিন্তু মুম্বাই শহরে এসে ক্যারিয়ার গড়ার পথ খুব সহজ ছিল না। কানাডা থেকে মুম্বাই এসে নিজের ভিত তৈরি করতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল নোরাকে। পকেটে টাকা ছিল না; নয় জনের সঙ্গে ঠাসাঠাসি করে এক ফ্ল্যাটে থাকতে হয়েছে। খবর আনন্দবাজার অনলাইনের।
নোরা বলেন, পকেটে মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে ভারতে এসেছিলাম আমি। ভারতে এসে একটি তিন কামরার ফ্ল্যাটে উঠি। তিন কামরার সেই ফ্ল্যাটে নয়জন মানসিক ভাবে অসুস্থ মানুষের সঙ্গে থাকতাম আমি। আমার ঘরে আরও দুটি মেয়ে থাকত। সেই সময় ভাবতাম, ‘এ আমি কোথায় এসে পড়লাম!’ এখনো ভাবলে ভয় লাগে।

খাওয়াদাওয়ার সঙ্গেও সেই সময় আপস করতে হয়েছিল নোরাকে। খাবার বলতে ছিল শুধু ডিম আর পাউরুটি। যা রোজগার হত, তার অধিকাংশই দিয়ে দিতে হত তার ‘ট্যালেন্ট এজেন্সি’কে। নোরার কথায়, ‘খুব কঠিন সময় ছিল সেটা। এই লড়াইও খুব কষ্টের ছিল।’
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

