দেশের জনপ্রিয় মুখ ইউটিউবার থেকে অভিনেতা হয়ে ওঠা সালমান মুক্তাদির স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। একটি বেসরকারি হাসপাতালে থাকার কথা জানিয়েছেন সালমান মুক্তাদির।
সোমবার ( ১ জুলাই) দুপুরে ভেরিফাইড ফেসবুক পেজে অসুস্থতা নিয়ে একটি স্ট্যাটাস দেন সালমান। একটি ছবিও পোস্ট করেন তিনি।
ওই ছবিতে দেখা যাচ্ছে, হাতে ক্যানোলা লাগানো হয়েছে সালমানের। সাথে নাক, মাথা ও কপালে লাগানো হয়েছে ইলেকট্রিক মেশিনের তার।
জানা গেছে, সালমান মুক্তাদিরের রাতে ঘুম হয় না। শারীরিক জটিলতা, দুশ্চিন্তা ও নানা সমস্যার চিকিৎসা নিচ্ছেন তিনি।
সালমানের এ পোস্টে অনেকেই কমেন্ট করেছেন। অনেকে বলছেন, ঘুম না হওয়ায় হাসপাতালে স্লিপ টেস্ট দিচ্ছেন তিনি। আবার অনেকে বলছেন, তিনি অসুস্থ নন। বরং হাসপাতালের প্রমোশন করছেন।
প্রসঙ্গত, গত বছর ৩০ এপ্রিল ভালোবেসে দিশা ইসলামকে বিয়ে করেন সালমান। ক্যামেরার সামনে বিয়ের পর তাদের সুখী দম্পতি হিসেবেই দেখা গেছে। এসবের মাঝেই হঠাৎ নিজের শারীরিক জটিলতা ও ঘুমের সমস্যা জানান দিলেন এ ইউটিউবার।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

