AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১০ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘পায়ে পায়ে তোর ছায়া, সব রোদেই তোর মায়া’ অবন্তী সিঁথি


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:০৩ পিএম, ১৪ মার্চ, ২০২৪

‘পায়ে পায়ে তোর ছায়া, সব রোদেই তোর মায়া’ অবন্তী সিঁথি

‘পায়ে পায়ে তোর ছায়া, সব রোদেই তোর মায়া’ অবন্তী সিঁথিশরফ ভাইয়ের নতুন মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন অবন্তী সিঁথি। ‘পায়ে পায়ে তোর ছায়া, সব রোদেই তোর মায়া’- এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন বাংলাদেশের জনপ্রিয় গানের গীতিকার দেলোয়ার আরজুদা শরফ। এর মিউজিক করেছেন এরফান টিপু।

রোমান্টিক এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে গেল রোববার রাজধানীর রামপুরাতে দোলোয়ার আরজুদা শরফের নিজস্ব স্টুডিওতে। এ গানে অবন্তীর সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন মেলোডি ঘরানার গায়ক জে আলম।


গানটি গাওয়া শেষে এটি নিয়ে ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করে জে আলম বলেন, ‘গানটির কথা ও সুর আমার ভীষণ ভালো লেগেছে। যে কারণে বেশ কিছুদিন ধরেই গানটি নিয়ে পরিকল্পনা চলছিল। শরফ ভাই আমার সঙ্গে এমন একটি কণ্ঠই যুক্ত করতে চাচ্ছিলেন যেন গানটি একটি মনে গেঁথে যাওয়ার মতো হয়ে যায়। অবশেষে চূড়ান্ত হয় যে, এই গানে আমার সহশিল্পী হিসেবে থাকবেন অবন্তী সিঁথি। যথারীতি গানের রেকর্ডিং সম্পন্ন হলো। শ্রুতিমধুর হয়েছে গানটি।’

জে আলম আরো বলেন, শিগগিরই গানটির মিউজিক ভিডিও শুটিং করা হবে। এরপর তা একটি চ্যানেলে প্রকাশ পাবে।

গানটি প্রসঙ্গে অবন্তী সিঁথি বলেন, ‘এর আগে শরফ ভাইয়ের কথায় গান গেয়েছি। কিন্তু এবারই প্রথম তার সুরে গান গাইলাম। গানের কথা, গানের সুর আমাকে এখনও আচ্ছন্ন করে রেখেছে। আমার সহশিল্পী জে আলম ভাই খুবই ভালো গেয়েছেন। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

অবন্তী সিঁথি আরো বলেন, গেল সোমবার তিনি ‘দেয়ালের দেশ’ সিনেমায় একটি গান গেয়েছেন। গানটির সুর-সংগীত করেছেন ইমন চৌধুরী।


একুশে সংবাদ/ সাএ
 

Shwapno
Link copied!