বিচ্ছেদ ঘোষণার পর নিজেকে অনেকখানি বদলে নেওয়ার চেষ্টা করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিভিন্ন ধরনের অনুষ্ঠানে যাচ্ছেন তিনি। পাশাপাশি আগামীতে ভালো কিছু সিনেমার কাজ করতে আগ্রহী এই নায়িকা।
চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, `আমার কাছে বেশকিছু ভালো সিনেমার প্রস্তাব ছিল। খ্যাতিমান নির্মাতা ও ভালো প্রযোজনা প্রতিষ্ঠান আমার সঙ্গে কাজ করতে চেয়েছিল। আমি রাজি থাকলে তখন সিনেমাগুলো করতে পারতাম। কিন্তু সেটা তখন করা হয়নি আমার কারণেই। কিছু না ভেবেই সবাইকে ফিরিয়ে দিচ্ছিলাম। এখন সেই সময়টা আর নেই এখন বাস্তবে ফিরেছি। ভালো প্রস্তাব পেলে আর ফিরিয়ে দেবো না। এটা আমার উপলব্ধি কাজ ফিরিয়ে দিতে নাই। এখন কাজ আসলে সেই কাজটা অবশ্যই করবো। ফিরিয়ে দিবো না।`
গত মাসেই বিচ্ছেদের খবর দিয়ে মাহিয়া মাহি এক ভিডিও বার্তায় বলেছিলেন, `আমরা দু`জন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটা দু`জন মিলেই ঠিক করবো।` এরপর তিনি বলেছিলেন, `আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।`
একুশে সংবাদ/সাএ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

