AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খুঁজে পাওয়া যাচ্ছে না পপিকে


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:১৫ পিএম, ৩১ জানুয়ারি, ২০২৪
খুঁজে পাওয়া যাচ্ছে না পপিকে

দীর্ঘদিন ধরেই মিডিয়ায় নেই ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। পরিচালক কিংবা মিডিয়া সংশ্লিষ্টরা বারবারই ব্যর্থ হয়েছেন পপির সঙ্গে যোগাযোগ করতে। হঠাৎ কী কারণে নায়িকা দীর্ঘদিন ধরে উধাও সে বিষয়ে কিছুই বলতে পারছেন না সিনেমা সংশ্লিষ্টরা।

 

পপির সঙ্গে যোগাযোগ করতে না পারায় বিপাকে পড়েছেন একাধিক সিনেমার পরিচালক। জানা গেছে, পপি অভিনীত সর্বশেষ সিনেমা  ‘ডাইরেক্ট অ্যাটাক্ট’ -এর প্রচারণাতেও অংশ নেননি পপি। গত বছর  ২৩ ডিসেম্বর মুক্তি পাওয়া নিজের পরিচালিত সিনেমা নিয়ে এমনই আক্ষেপ করলেন পরিচালক সাদেক সিদ্দিকী।

এদিকে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিনয়ে আর ফিরবেন না পপি। তাই মিডিয়া থেকে দূরে রয়েছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ অভিনেত্রী।

সিনেমা থেকে পপি দূরে থাকায় এ প্রসঙ্গে পরিচালক আরিফুর জামান আরিফ বলেন, আমার পরিচালিত প্রথম সিনেমা ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’। ২০১৮ সালের ১৫ জানুয়ারি সিনেমাটির মহরতের পর ২২ এপ্রিল শুটিং শুরু করি। এ সিনেমায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে গাজী রাকায়েত, পার্বতী চরিত্রে চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি এবং দেবদাসের চরিত্রে ফেরদৌস আহমেদ অভিনয় করেছেন।

নানা কারণে সিনেমার ৪৫ শতাংশ কাজের পর শুটিং বন্ধ হয়ে যায়। এ সিনেমার কাজ চলতি বছরেই শেষ করার ইচ্ছা রয়েছে আরিফের। কিন্তু পপিকে খুঁজে না পাওয়ায় বিপাকে পড়েছেন তিনি।
 
পপি প্রসঙ্গে আরিফ বলেন, কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমায় পপির সব দৃশ্যই শেষ। তবে একটি গানের দৃশ্য বাকি। সিনেমার গল্প অনুযায়ী গানটি বেশ গুরুত্বপূর্ণ। তাই পপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হলে বিকল্প ভাবতে হবে।

১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের কুলি সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউডে পা রাখেন পপি।  বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম আবেদনময়ী এই অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারে মেঘের কোলে রোদ, কি যাদু করিলা, গঙ্গাযাত্রা সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!