AB Bank
ঢাকা বুধবার, ০১ মে, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেউ কেউ থেকে যায়


Ekushey Sangbad
বিনোদন প্রতিবেদক
০২:৩৯ পিএম, ৪ জানুয়ারি, ২০২৪
কেউ কেউ থেকে যায়

তিন বছর আগে নবাগত অভিনয়শিল্পীদের মধ্যে আলোচিত শাশ্বত দত্ত ও সাদিয়া আয়মান সেতু আরিফের পরিচালনায় ‘কবি+কুসুম’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন। প্রেমের গল্পের এই নাটকটিতে তারা দু’জনই নতুন হিসেবে বেশ চমৎকার অভিনয় করেছিলেন। এরপর দু’জনই অভিনয়ে বেশ ব্যস্ত হয়ে উঠেন। কিন্তু আর একসঙ্গে নাটকে অভিনয় করা হয়ে উঠেনি। প্রায় তিন বছর পর শাশ্বত ও সাদিয়া আয়মান আবারো একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘কেউ কেউ থেকে যায়’। নাটকটি নির্মাণ করেছেন শিশির আহমেদ। এটি রচনা করেছেন গোলাম সারোয়ার অনিক।

পরিচালক শিশির আহমেদ বলেন, ‘এর আগে আমার নির্দেশনায় সাদিয়া আয়মান একটি নাটকে অভিনয় করেছিলেন। শাশ^ত’কে নিয়ে এটা আমার প্রথম কাজ। দু’জনই মন দিয়ে কাজটি করেছেন। নির্মাতা হিসেবে তাদের অভিনয়ে মুগ্ধ আমি।’

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সাদিয়া আয়মান বলেন, ‘কবি+কুসুম ছিলো সেতু আরিফ ভাইয়ের নির্দেশনায় একটা এক্সপেরিমেন্টাল কাজ। নাটকটির রেসপন্স বেশ ভালো ছিলো। আমরা মূলত তখন বিজ্ঞাপনে কাজ করতাম। যাইহোক বিরতির পর শিশির ভাইয়ের নির্দেশনায় এই কাজটি করা হলো। শাশ্বত ভাইয়ের সঙ্গে কাজটা বেশ উপভোগ করেছি আমি। আমরা গল্পটাকে নিজেদের মধ্যে ভালোভাবে রপ্ত করে অভিনয়টাই মন দিয়ে করার চেষ্টা করি। এই নাটকেও ঠিক তাই করার চেষ্টা করেছি।’

শাশ্বত বলেন, ‘কেউ কেউ থেকে যায় কাজটা খুব ভালো হয়েছে। পরিচালকের ভীষণ মনোযোগ ছিলো প্রতিটি দৃশ্য ধারনের সময়। বাকীটা আসলে দর্শক বলতে পারবেন। তবে দীর্ঘদিন পর সাদিয়া আয়মানের সঙ্গে কাজ করে বেশ ভালোলেগেছে। কবি+কুসুমের সময়টার কথা মনে পড়ছিলো বারবার।’

নির্মাতা জানান, শিগগিরই নাটকটি আরটিভিতে প্রচার হবে। নাটকটিতে আরো অভিনয় করেছেন সমু চৌধুরী,তুতিয়া ইসলাম পাপিয়া’সহ আরো অনেকে।

শাশ্বত ও সাদিয়া আয়মান জানান, তারা দু’জন এরইমধ্যে আরো একজন পরিচালকের নাটকে অভিনয় করেছেন।

এদিকে আগামী ১১ অথবা ১২ জানুয়ারি থেকে রুবেল আনুশের পরিচালনায় জিম’র বিপরীতে শাশ্বত একটি নাটকে অভিনয় করবেন। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্রচারে আসবে শাশ্বত অভিনীত ওয়েব ফিল্ম ‘অসময়’।

গেলো বছর ২৩ ডিসেম্বর সাদিয়া আয়মান শিহাব শাহীনের পরিচালনায় ‘মায়া শালিক’ ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ‘বিসিআরএ’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। সাদিয়া আয়মান জানান, ২০২৩-এ এসে মায়া শালিক’র মতো কন্টেন্ট তিনি মিস করেছেন। তবে তার আশা ২০২৪-এ এমন কিছু তিনি দর্শককে উপহার দিতে পারবেন। 

 

একুশে সংবাদ/এসআর

Link copied!