ঢালিউড কিং শাকিব খানের দুহাত ভরা সিনেমার কাজ। ব্যস্ততম দিনে একটু বিরতি নিয়ে তিনি পাড়ি দিলেন সৌদি আরব।
ওমরাহ হজ পালনে উদ্দেশে মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।
এর আগে একাধিকবার ওমরাহ পালন করেছেন শাকিব খান। ওমরাহ পালন শেষে আগামী সপ্তাহে ঢাকায় ফেরার কথা আছে জনপ্রিয় এই নায়কের।
জানা গেছে, ওমরাহ থেকে ফিরেই ‘দরদ’র ডাবিংয়ে অংশ নিতে ইন্ডিয়া যাবেন শাকিব। সেখান থেকে ফিরে ‘রাজকুমার’র সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। ইতোমধ্যে ছবির বাংলাদেশের অংশের শুটিং অনেকটাই শেষ। জানুয়ারির শেষে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে।
২০২৩ সালে ‘প্রিয়তমা’র দারুণ ব্যবসার পর ২৪ সালে একাধিক ছবি নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবেন শাকিব খান। যার মধ্যে রয়েছে ‘দরদ’, ‘রাজকুমার’ ও ‘তুফান’।
অনন্য মামুনের পরিচালনায় ‘দরদ’ মুক্তির কথা আছে ফেব্রুয়ারিতে। এছাড়া শাকিবের অ্যাকশন ধাঁচের আরেক ছবি ‘তুফান’ শুরু হবে মার্চ থেকে। যেটি আগামী কোরবানির ঈদে মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করছেন রায়হান রাফী।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

