আবারও কন্যাসন্তানের মা হলেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭’র প্রথম রানারআপ শেখ সামরোজ আজমি আলভী। সুখবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী নিজেই জানিয়েছেন।
দীর্ঘদিন ধরে আমেরকিায় বাস করছেন আলভী। সেখানকার ইনোভা আলেকজান্দ্রিয়া হাসপাতালে কন্যার জন্ম দেন তিনি।
শনিবার (২৫ নভেম্বর) ফেসবুকে দ্বিতীয়বার মা হওয়ার বিষয়টি জানিয়ে এই অভিনেত্রী লেখেন, ‘আলহামদুলিল্লাহ। সৃষ্টিকর্তার কৃপায় গতকাল (শুক্রবার) দ্বিতীয় কন্যা আজমিরা হাসিন নাহলির মা হয়েছি। অনুগ্রহ করে আমার ও বাচ্চার জন্য সবাই দোয়া করবেন।’
প্রসঙ্গত, ২০১২ সালে আমির হাসানকে বিয়ে করেন আজমি আলভী। ২০১৮ সালের জানুয়ারিতে এই দম্পতির কোলজুড়ে প্রথম কন্যাসন্তান আহেলী আসে।
লাক্স সুপারস্টারের পর ছােট পর্দায় নিজেকে মেলে ধরেন আলভী। ‘অলসপুর’ নাটকে আনারসি চরিত্রে অভিনয়ে মাধ্যমে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেন তিনি। তবে বিয়ের পর থেকেই অভিনয়ে এক প্রকার অনিয়মিত হয়ে পড়েন এই অভিনেত্রী।
একুশে সংবাদ/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

