বর্তমান সময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয় নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন। এরইমধ্যে জয় করেছেন অসংখ্য ভক্তের মন। এত জনপ্রিয়তার পরেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।
বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় তিনি আত্মহত্যার চেষ্টা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক তানজিন তিশার ঘনিষ্টজনরা জানান, ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঘনিষ্টজনরা আরও জানান, ঢাকা মেডিক্যাল থেকে তিশাকে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন।
জানা গেছে, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে তিশার প্রেমের সম্পর্ক আছে। তবে বেশকিছু দিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছিল। বুধবার রাতে তিশা রাজারবাগের বাসা থেকে ফারহানের উত্তরার বাসায় যান। সেখান থেকে ফিরে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন।
একুশে সনবাদ/ন.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :