আবারও চিকিৎসা নিতে দেশের বাইরে রয়েছেন অর্থহীন ব্যান্ডের গায়ক সাইদুস সালেহীন খালেদ সুমন। যাকে সবাই বেজবাবা নামেই চিনে।
সম্প্রতি থাইল্যান্ডে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন । সেখান থেকে সিঙ্গাপুর চেকআপের জন্য গেছেন এই গায়ক। বিষয়টি গনমাধ্যমকে জানিয়েছেন অর্থহীন ব্যান্ডের ম্যানেজার টিটু।
তিনি বলেন, মাঝে সুমন ভাই অসুস্থ ছিলেন, এটা সবাই জানেন। এরপর থেকে নিয়মিত চেকআপর করাতে হয়। সে জন্যই প্রথমে থাইল্যান্ডে গিয়েছিলেন। সেখান থেকে সিঙ্গাপুর গেছেন তিনি। চলতি মাসের শেষের দিকে দেশে ফিরবেন।
এদিকে সামাজিকমাধ্যম ফেসবুক পোস্টে সুমন জানান, অনেকের কিছু কনফিউশন দূর করার জন্য এই পোস্টটি করছি। আমি বিগত কয়েক সপ্তাহ ধরে আমার নিয়মিত চেকাআপের জন্য দেশের বাইরে আছি। চিকিৎসা শেষে দেশে ফিরব। খুব সম্ভবত এই মাসের শেষের দিকেই ফেরা হবে। কিন্তু সেটা নির্ভর করছে আমার শারীরিক অবস্থার ওপর।
এর আগে, ব্যাংককের এই হাসপাতালে দীর্ঘদিন ক্যানসারের চিকিৎসা নিয়েছিলেন বেজবাবা সুমন। কিছুটা সুস্থ হলে ২০২২ সালে দেশে ফিরে আবারও গানে মনযোগ দেন। যুক্ত হন কনসার্টে।
সবশেষ চলতি বছর ২০ অক্টোবর আর্মি স্টেডিয়ামে ‘চলো বাংলাদেশ কনসার্ট’ ও ২২ অক্টোবর আইসিসিবিতে একটি কনসার্টে অংশ নেয় অর্থহীন। সে কনসার্ট শেষেই ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেয় সুমন।
একুশে সংবাদ/বা.নি/না.স



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

