প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে প্যান ইন্ডিয়ান সিনেমা করছেন ঢালিউড কিং শাকিব খান। ‘দরদ’ নামের এ সিনেমাটি নির্মাণ করছেন অনন্য মামুন। গত ২০ অক্টোবর ভারতের বেনারসে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।
সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বলিউড নায়িকা সোনাল চৌহান। এ সিনেমায় আরও অভিনয় করবেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ।
এদিকে, ঢাকাই সিনেমার সুপাস্টার শাকিব খান জ্বরে ভুগছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অনন্য মামুন। বুধবার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেছেন অনন্য মামুন।
পোস্টে নির্মাতা দুঃসংবাদ দিয়ে লেখেন, ‘ইউনিটের ৭০ শতাংশের ভাইরাস জ্বর। শাকিব ভাই, সোনাল সবার। আমার নিজের ১০২। তাও থেমে নেই আমরা। দরদে ডুবে আছে সবাই।’
এ ছাড়া চুক্তির দিনেই জানা গেছে, বিগ বাজেটের এই ছবি ঈদ ছাড়াই পর্দায় আসবে। যেহেতু এটি প্যান ইন্ডিয়ান ছবি, তাই ঈদ ছাড়াই বলিউড, তামিল, তেলেগুতে একযোগে মুক্তি দেয়া হবে বলে জানান অনন্য মামুন।
নির্মাতা অনন্য মামুন আরও জানান, আগামী বছর ভ্যালেন্টাইন ডে-তে সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে তৈরি হতে যাওয়া ‘দরদ’ মুক্তি পাবে।
‘দরদ’-এ বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এস কে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।
একুশে সংবাদ/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

