AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকাই চলচ্চিত্রের নয়া জুটি


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:১৪ পিএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
ঢাকাই চলচ্চিত্রের নয়া জুটি

ঢাকাই চলচ্চিত্রের নতুন জুটি হয়ে আসছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা গাজী আব্দুন নূর ও বাংলাদেশের নন্দিত অভিনেত্রী সোহানা সাবা। অরুনা বিশ্বাস পরিচালিত সরকারি অনুদান ও অরুনার প্রযোজনায় নির্মিত ‘অসম্ভব’ সিনেমায় নূর ও সোহানা সাবাকে একসঙ্গে অভিনয়ে দেখা যাবে। এরইমধ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্র লাভ করেছে। আগামী ২০ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবার কথা রয়েছে বলে জানান অরুনা বিশ্বাস।

অরুনা বিশ্বাস বলেন, ‘সোহানা সাবা এবং নূর দুজনই নিজেদের চরিত্রে এক কথায় অসাধারণ অভিনয় করেছে। তাদের দুজনের অভিনয়ে আমি সন্তুষ্ট, নির্মাতা হিসেবে আমি তৃপ্ত। শুটিংয়ের সময় দু’জনই আমাকে ভীষণ সহযোগিতা করেছে। দুজন দুজনের চরিত্র বুঝে নিয়ে একথায় দারুণ অভিনয় করেছে। যে কারণে আমি তাদেরকে নিয়ে ভীষণ আশাবাদী।’

সোহানা সাবা বলেন, ‘শ্রদ্ধেয় অরুনা দিদিও পরিচালনায় সিনেমাতে অভিনয় করেছি, এটা সত্যিই আমার পরম ভালোলাগা। আমরা যারা নিয়মিত অভিনয় করি তাদের কিছু স্বপ্নের চরিত্র থাকে। অসম্ভব সিনেমায় আমি যে চরিত্রে অভিনয় করেছি, বলা যায় এটি আমার স্বপ্নের চরিত্র। কাজটি করার সময় চরিত্রটি আমি দারুণ উপভোগ করেছি। সিনেমাটি নির্মাণ করতে গিয়ে আয়োজনের দিক দিয়ে দিদি কোনো ঘাটতি রাখেননি। যে কারণে আমার কাছে মনে হয়েছে এটি একটি পরিপূর্ণ সিনেমা এবং আমার বিশ্বাস দর্শকের সিনেমাটি ভালোলাগবে।’

বাংলাদেশে নূরের এটিই প্রথম সিনেমা নয়। এর আগেও তিনি নারগিস আক্তারের ‘যৌবতী কইন্যার মন’ সিনেমায় অভিনয় করেছিলেন। নূর বলেন, ‘গল্প, সেট, অরুনা দিদিও নির্দেশনা, সহশিল্পীদের অভিনয়, প্রত্যেকের একের প্রতি অন্যের সহযোগিতা-সবমিলিয়েই অসম্ভব-এ কাজ করে আমার ভীষণ ভালোলেগেছে। আমি চেষ্টা করেছি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। বাকীটা সিনেমা মুক্তির পর দর্শকই ভালো বলতে পারবেন।’

‘অসম্ভব’-এ আরো অভিনয় করেছেন আবুল হায়াত, জ্যোৎস্না বিশ্বাস, শাহেদ শরীফ খান, স্বাগতা, খলিলুর রহমান কাদেরী’ প্রমুখ।

একুশে সংবাদ/এসআর

Link copied!