বাংলা ধারাবাহিকের বর্তমান একজন খুবই জনপ্রিয় অভিনেত্রী হলেন সোনামনি সাহা। বাংলা ধারাবাহিকের জগতে অভিনেত্রী নিজের পরিচয় তৈরী করেছে। মোহর
ধারাবাহিকের তার জনপ্রিয়তা বেড়ে যায়। রিল লাইফে অভিনেত্রী বিবাহিত তার পাশাপাশি অভিনেত্রী বাস্তব জীবনেও কিন্তু বিবাহিত।
অভিনেত্রী যে শুধু ভাল অভিনয় করতে পারেন তা কিন্তু নয়। অভিনয়ের পাশাপাশি তিনি সোশ্যাল সাইটেও বেশ জনপ্রিয়। প্রায়ই নিজের হট ছবি পোস্ট করে নেটদুনিয়ায়
ঝড় তোলেন মোহর অর্থাৎ সোনামনি। যা ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। বন্যা বয়ে যায় লাইক কমেন্টের। সম্প্রতি ফের নেটদুনিয়ায় ভাইরাল হয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন সোনামনি। যেখানে দেখা যাচ্ছে, ট্রেডমিলের উপর হলুদ রঙা স্পোর্টস টপ আর বেইজ রঙা প্যান্টে দৌড়াচ্ছেন সোনামণি।
স্কিনফিট পোশাকে স্পষ্ট শরীরী খাঁজ! তবে সব কিছুকে ছাপিয়ে গেল নেটিজেনদের নজর কেড়েছে অভিনেত্রীর ডান হাতের ট্যাটু! ছবিটি প্রকাশ্যে আসতেই তুমুল ভাইরাল।
একুশে সংবাদ/ ক.প্রতি/ রখ