কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানকে বিবাহবিচ্ছেদের নোটিশ দিয়েছেন নিখিল জৈন। আগে থেকে পাওয়া আভাস এবার প্রকাশ্যে আসতে চলেছে। তবে এ বিষয় নিয়ে এখনই কিছু বলতে চান না নিখিল।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, নিখিলের ক্রেডিট কার্ড এখনো ব্যবহার করেন নুসরাত। তাতে কখনো বাধা দেননি নিখিল। যশের সঙ্গে সম্পর্কের গুঞ্জন বা একসঙ্গে রাজস্থানে ছুটি কাটাতে যাওয়া কোনো কিছু নিয়েই মুখ খোলেননি।
নিখিলের সোশ্যাল মিডিয়াতেও নুসরাত-বিরোধী কোন পোস্ট দেখা যায়নি। বরং ভালোবাসা দিবসে আকারে ইঙ্গিতে বলেছিলেন, নুসরাত বদলে গেলেও তিনি একই রকম আছেন। কিন্তু অবশেষে বাধ্য হয়ে তিনি এই পদক্ষেপ নিলেন। তবে এ বিষয়ে এখনো মুখ খুলেননি নুসরাত।
এ দিকে ইনস্টাগ্রাম বলছে, নুসরাতের সঙ্গে সম্পর্কের তিক্ততা থাকলেও তার বোন নুজহাত জাহানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন নিখিল।



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

