রাজধানীর সরকারি সাত কলেজ একত্রিত করে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ)-তে আজ শুরু হচ্ছে প্রথম ভর্তি পরীক্ষা। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) কোর্সে ভর্তি হতে এ পরীক্ষায় অংশ নেবে হাজারো শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার মোট আসন সংখ্যা ১১ হাজার ১৫০। ভর্তি পরীক্ষা তিন ইউনিটে অনুষ্ঠিত হবে—কলা ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা। সাত কলেজে করা আগের আবেদনই ডিসিইউতে স্বয়ংক্রিয়ভাবে গ্রহণযোগ্য ধরা হবে।
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ২২ আগস্ট, বিকেল ৩টা–৪টা
বিজ্ঞান ইউনিট: ২৩ আগস্ট, সকাল ১১টা–১২টা
ব্যবসায় শিক্ষা ইউনিট: ২৩ আগস্ট, বিকেল ৩টা–৪টা
পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে (https://collegeadmission.eis.du.ac.bd)।
পরীক্ষার কাঠামো
সব ইউনিটে ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে।
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে: বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান।
বিজ্ঞান ইউনিটে: পদার্থবিজ্ঞান, রসায়ন ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়।
ব্যবসায় শিক্ষা ইউনিটেও ১০০ নম্বরের এমসিকিউ।
পাস নম্বর ৪০, তবে বাংলা বা ইংরেজিতে অন্তত ১০ নম্বর থাকতে হবে।
ভর্তি পরীক্ষার নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসি ফল মিলিয়ে ১২০ নম্বরে মেধাক্রম তৈরি করা হবে। বিষয় বরাদ্দ দেওয়া হবে ২০ অক্টোবর, ভর্তি শেষ হবে ২৫ অক্টোবর, আর ক্লাস শুরু হবে ৩০ অক্টোবর।
ঢাকা কলেজে কেবল ছাত্র এবং ইডেন ও বদরুন্নেসা কলেজে কেবল ছাত্রী ভর্তি হতে পারবে। বাকি চার কলেজে উভয় লিঙ্গের শিক্ষার্থী ভর্তি হতে পারবে। মুক্তিযোদ্ধা সন্তান, উপজাতি, প্রতিবন্ধী, হরিজন-দলিত, ক্রীড়াবিদ ও হিজড়া কোটার শিক্ষার্থীদেরও ন্যূনতম পাস নম্বর অর্জন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ কে এম ইলিয়াস বলেন, “এই ভর্তি পরীক্ষার মাধ্যমে ডিসিইউর যাত্রা শুরু হচ্ছে। শিক্ষার্থীরা প্রথম দিন থেকেই সুশৃঙ্খল ও স্বচ্ছ প্রক্রিয়ার অভিজ্ঞতা পাবেন।”
একুশে সংবাদ/আ.ট/এ.জে