AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভালুকায় মোবাইফোনে ছবি দেখানোর লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১



ভালুকায় মোবাইফোনে ছবি দেখানোর লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১

ময়মনসিংহের ভালুকায় মোবাইফোনে ছবি দেখানোর লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে জোড়পূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজহার (২১) নামে এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন।

বুধবার (২০ আগস্ট) সন্ধা রাতে উপজেলার জামিরদিয়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ধাপুনিয়া গ্রামের আবু তাহের ছেলে আজহার তার পরিবারের সাথে ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামের আইডিয়ালের মোড়ে সামাদ হাজীর ভাড়া বাসায় থাকেন এবং ওই বাসায় থেকে স্থানীয় একটি পোষাক কারখানায় চাকুরী করে আসছিল। ওই বাড়িতে একই উপজেলার চন্দ্রথলীখিলা গ্রামের বাসিন্দা শিশুটির পরিবার ভাড়ায় থাকেন। শিশুটির বাবা অটোরকিশা চালিয়ে জিবিকা নির্বাহ করেন। গত বুধবার সন্ধা রাতে আজহার খালি বাসায় শিশুটিকে মোবাইলে ছবি দেখানোর লোভ দেখিয়ে তার ঘরে ডেকে নিয়ে যায়। পরে জোড়পূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং বখাটে আজহারকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, স্থানীয়রা ধর্ষক বখাটে যুবক আজাহারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আলমত হিসাবে ধর্ষিতার শিশুটির রক্তমাখা হাফপ্যান্ট জদ্ধ করা হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্য শিশুটিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

 


একুশে সংবাদ/ম.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!