ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ জেলায় আগামীকাল (১৭ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি ২০২৫-এর ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং পরীক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, শুধুমাত্র গোপালগঞ্জ জেলার এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ১৭ জুলাই সকালবেলা অনুষ্ঠেয় ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্র (পত্র কোড-১২৬) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
তবে ঢাকা বোর্ডের অন্যান্য জেলার পাশাপাশি দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডে নির্ধারিত সময়ে ভূগোল ২য় পত্রের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
ঢাকা শিক্ষা বোর্ড আরও জানিয়েছে, গোপালগঞ্জ জেলার স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
পরীক্ষা স্থগিত সংক্রান্ত এই তথ্য যথাযথভাবে পরীক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
একুশে সংবাদ/এ.জে