AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শতভাগ পাস করেছে ৯৮৪ শিক্ষাপ্রতিষ্ঠান


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৩:৪৩ পিএম, ১০ জুলাই, ২০২৫

শতভাগ পাস করেছে  ৯৮৪ শিক্ষাপ্রতিষ্ঠান

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা গেছে, দেশের মাত্র ৯৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে। আগের বছরের তুলনায় এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় ফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। ফল বিশ্লেষণ করে জানা যায়, গত বছর (২০২৪) শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২ হাজার ৯৬৮টি। সেই তুলনায় এবার শতভাগ পাসের প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১ হাজার ৯৮৪টি।

ফল ঘোষণার সময় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরীক্ষার বিস্তারিত পরিসংখ্যান উপস্থাপন করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।

চলতি বছর ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে। সার্বিক পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ।

বিভিন্ন বোর্ডে পাসের হারের তুলনা অনুযায়ী শীর্ষে রয়েছে রাজশাহী বোর্ড (৭৭.৬৩%), এরপর রয়েছে যশোর বোর্ড (৭৩.৬৯%)। অন্যান্য বোর্ডগুলোর পাসের হার হলো—কারিগরি ৭৩.৬৩%, চট্টগ্রাম ৭২.০৭%, সিলেট ৬৮.৫৭%, মাদ্রাসা ৬৮.০৯%, ঢাকা ৬৭.৫১%, দিনাজপুর ৬৭.০৩%, কুমিল্লা ৬৩.৬০%, ময়মনসিংহ ৫৮.২২% এবং বরিশাল বোর্ড ৫৬.৩৮%।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন এবং ছাত্রী সংখ্যা ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!