২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার সারাদেশে গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। ফল একযোগে বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার আগে শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে প্রকাশ করা হয়।
কোন বোর্ডে কত পাসের হার:
রাজশাহী বোর্ড – ৭৭.৬৩% (সর্বোচ্চ)
যশোর বোর্ড – ৭৩.৬৯%
কারিগরি বোর্ড – ৭৩.৬৩%
চট্টগ্রাম বোর্ড – ৭২.০৭%
সিলেট বোর্ড – ৬৮.৫৭%
মাদ্রাসা বোর্ড – ৬৮.০৯%
ঢাকা বোর্ড – ৬৭.৫১%
দিনাজপুর বোর্ড – ৬৭.০৩%
কুমিল্লা বোর্ড – ৬৩.৬০%
ময়মনসিংহ বোর্ড – ৫৮.২২%
বরিশাল বোর্ড – ৫৬.৩৮% (সর্বনিম্ন)
পরীক্ষার্থী পরিসংখ্যান:
সাধারণ ৯টি বোর্ড: ১৪,৯০,১৪২ জন (ছাত্র: ৭,০১,৫৩৮ | ছাত্রী: ৭,৮৮,৬০৪)
পরীক্ষা কেন্দ্র: ২,২৯১টি
শিক্ষাপ্রতিষ্ঠান: ১৮,০৮৪টি
মাদ্রাসা বোর্ড: ২,৯৪,৭২৬ জন (ছাত্র: ১,৫০,৮৯৩ | ছাত্রী: ১,৪৩,৮৩৩)
কেন্দ্র সংখ্যা: ৭২৫টি
প্রতিষ্ঠান: ৯,০৬৩টি
কারিগরি বোর্ড: ১,৪৩,৩১৩ জন (ছাত্র: ১,০৮,৩৮৫ | ছাত্রী: ৩৪,৯২৮)
পরীক্ষা শুরুর দুই মাসের মধ্যেই এই ফল প্রকাশ করা হয়, যা সময়মতো ফল প্রস্তুতির একটি নজির হিসেবে দেখা হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে