২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় বিদেশে অবস্থিত কেন্দ্রগুলোতে গড় পাসের হার দাঁড়িয়েছে ৮৭.৩৫ শতাংশ। চলতি বছর বিদেশ থেকে পরীক্ষায় অংশ নেয় ৪২৭ জন শিক্ষার্থী, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৭৩ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ৫৪ জন।
সারা দেশে গড় পাসের হার যেখানে ৬৮.৪৫ শতাংশ, সেখানে বিদেশি কেন্দ্রগুলোতে এ হার তুলনামূলকভাবে অনেক বেশি।
উল্লেখ্য, ২০২৪ সালে এই পাসের হার ছিল ৮৩.০৪ শতাংশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে একযোগে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করে।
এবার ফল প্রকাশ উপলক্ষে কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান না থাকলেও, ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর ফলাফলের সার্বিক চিত্র তুলে ধরেন।
একুশে সংবাদ/এ.জে