সাধারণ জ্ঞান
চাকরিপ্রত্যাশীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ও উত্তর
১. হরপ্পা ও মহেঞ্জোদারোতে পাওয়া কোন সভ্যতা?
উ: সিন্ধু সভ্যতা

২. কনফুসিয়াস কে?
উ: দার্শনিক

৩. তাহরির স্কয়ার কোথায় অবস্থিত?
উ: মিশর

৪. শেখ সাদী কোন ভাষার কবি ছিলেন?
উ: ফারসি

৫. পৃথিবীর বেশি লোক কোন ভাষায় কথা বলে?
উ: ম্যান্ডারিন
৬. বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন কে?
উ. টমাস আলভা এডিসন

৭. ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে?
উ: ১৭৮৯ সালে
৮. হাজার হ্রদের দেশ কোনটি?
উ: ফিনল্যান্ড
৯. আফ্রিকা-স্পেন কোন প্রণালি আলাদা করেছে?
উ: জিব্রালটার প্রণালি

১০. গ্রিনিচ মানমন্দির কোন দেশে অবস্থিত?
উ: যুক্তরাজ্য
একুশে সংবাদ/এসএডি