AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা কলেজে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করল ছাত্রলীগ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০২:০১ পিএম, ৯ সেপ্টেম্বর, ২০২১
ঢাকা কলেজে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করল ছাত্রলীগ

বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে ঢাকা কলেজে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হয়েছে৷ বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ঢাকা কলেজ ক্যাম্পাসের দুটি পয়েন্টে সুরক্ষা বুথ স্থাপন করা হয়। কলেজের মূল ফটকের সামনে এবং প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত এই দুটি করোনা প্রতিরোধক বুথ থেকে বিনামূল্যে শিক্ষার্থী ও দর্শনার্থীরা স্যানিটাইজার এবং মাস্ক নিতে পারবে। 

বুথ স্থাপন কার্যক্রমের উদ্ধোধন করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার৷ এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ.টি.এম মইনুল হোসেন, উত্তর ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ওবায়দুল করিম, প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শরীফা সুলতানা সহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ। 

এই উদ্যোগ সম্পর্কে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এইচ এম রোমান মাহমুদ বলেন, করোনাকালীন সময়ের সাধারণ মানুষের পাশে বাংলাদেশ ছাত্রলীগ নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছে। এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে তাই শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার নিশ্চিতেও বাংলাদেশ ছাত্রলীগের এই উদ্যোগ।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শুভ্রদেব হালদার বাপ্পি বলেন, করোনার শুরু থেকেই বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে সেবা কার্যক্রম পরিচালনা করছে। সারাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ছাত্রলীগের করোনা সুরক্ষা বুথ স্থাপন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ঢাকা কলেজেও দুটি করোনা সুরক্ষা বুথ স্থাপন করা হলো। এছাড়াও প্রয়োজন সাপেক্ষে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আরো সুরক্ষা বুথ স্থাপন করা হবে বলেও জানান তিনি।

এছাড়াও এসময় ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শেখ মিঠুন, আহ্বায়ক কমিটির সদস্য শাহীন সাদেক মির্জা, জাহিদ হাসান,জসীম উদ্দিন, আশিকুজ্জামান রানা সহ কলেজ ছাত্রলীগে কর্মী জাকির, শরীফ, রবিন, বেলাল, শুভ, টিপু,মাহমুদ, মুস্তাফিজ, মুরাদ, মৃদুল, সোহেল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Link copied!