সুস্থতা ও তারুণ্যের বার্তা নিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি এলাকার খানাপাড়া গ্রামে অনুষ্ঠিত হলো ৮ কিলোমিটার দীর্ঘ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) সকাল ৭টায় স্থানীয় খানাপাড়া নর্দান ক্লাবের উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতায় এলাকার বিপুল সংখ্যক তরুণ অংশগ্রহণ করে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন।
দৌড় শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে প্রথম স্থান অধিকার করেন রাহিভ সরদার, দ্বিতীয় স্থান লাভ করেন নয়ন সদ্দার, এবং তৃতীয় স্থান অধিকার করেন মাহিম চৌধুরী।
খানাপাড়া নর্দান ক্লাবের আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করতেই এ আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ইভেন্ট নিয়মিতভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
একুশে সংবাদ/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
