দেশে আবারও বেড়েছে সোনার দাম। একদিনের ব্যবধানেই প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৩৭ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকায়— যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে গতকাল (মঙ্গলবার) ভরিপ্রতি সোনার দাম ছিল ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। সমিতির ব্যাখ্যায় বলা হয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় এ সমন্বয় আনা হয়েছে।
নতুন মূল্যতালিকা
২২ ক্যারেট: ভরি ১,৮৫,৯৪৭ টাকা
২১ ক্যারেট: ভরি ১,৭৭,৫০৩ টাকা
১৮ ক্যারেট: ভরি ১,৫২,১৪৫ টাকা
সনাতন পদ্ধতি: ভরি ১,২৬,১৪৬ টাকা
অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের ভরি ২,৮১১ টাকা, ২১ ক্যারেট ২,৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২,২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১,৭২৬ টাকা নির্ধারিত আছে।
একুশে সংবাদ/এ.জে