AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাহারাদারকে মারধরের প্রতিবাদে বাজারে মানববন্ধন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ


Ekushey Sangbad
রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী, জামালপুর
০৪:৩১ পিএম, ৯ সেপ্টেম্বর, ২০২৫

পাহারাদারকে মারধরের প্রতিবাদে বাজারে মানববন্ধন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

জামালপুরের সরিষাবাড়ীতে বাজার পাহারাদারকে মারধরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বাজারের ব্যবসায়ীরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় দিনব্যাপী বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

মানববন্ধন ও বাজার কমিটির সূত্রে জানা যায়, মাজালিয়া বাজারের সকল দোকানপাট পাহারার দায়িত্বে আছেন আঃ মান্নান (সুদু মাল) ও সুরুজ্জামান কালু নামে দুই প্রহরী। সম্প্রতি বাজারের বিভিন্ন দোকানে চুরির ঘটনা ঘটেছে। প্রতিদিনের মতো পাহারাদাররা গত সোমবার রাতে বাজার পাহারা দিচ্ছিলেন।

এদিকে, স্থানীয় এক বখাটে মাদকাসক্ত যুবক আসাদউজ্জামান বাবু মাঝরাতে বাজারের মধ্যে ঘোরাঘুরি করেন। এসময় পাহারাদার আঃ মান্নান তার দিকে লাইট দেখিয়ে কথা বলতেই বাবু তাকে এলোপাথাড়ি মারধর শুরু করে।

এই ঘটনার প্রতিবাদ এবং চুরির ঘটনা প্রতিরোধের লক্ষ্যে ব্যবসায়ীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। মানববন্ধনে মাজালিয়া বাজার কমিটির সভাপতি ইদ্রিস আলী, মেডিসিন ব্যবসায়ী ছানোয়ার হোসেন, মাসুদ, হারুন, শামীম হোসেন, তোতা, রুবেলসহ অনেক ব্যবসায়ী বক্তব্য রাখেন।

বক্তারা জানান, পাহারাদারকে মারধরের প্রতিবাদ জানানো এবং মাদকমুক্ত বাজার নিশ্চিত করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

 


একুশে সংবাদ/জা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!