চলতি আগস্ট মাসের প্রথম ২৭ দিনে বাংলাদেশে প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স এসেছে ২০৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে এসেছে প্রায় ৭ কোটি ৭৩ লাখ ডলার। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত বছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ১৯৭ কোটি ১০ লাখ ডলার। তাই বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ ৫.৯০ শতাংশ বেড়েছে। এছাড়া ২৭ আগস্ট একদিনে প্রবাসীরা ৮ কোটি ডলার পাঠিয়েছেন। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৭ আগস্ট পর্যন্ত দেশে এসেছে ৪৫৬ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স, যা বছর ব্যবধানে ১৭.৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
জুলাই মাসে দেশে এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২২ কোটি ৯২ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৮ কোটি ৯৭ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে ১ কোটি ১৩ লাখ ডলার।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০.৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স।
একুশে সংবাদ/স.ট/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
