টিসিবি আগামী রোববার (১০ আগস্ট) থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মহানগরীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি শুরু করবে। এই পণ্যগুলি সবাই কিনতে পারবেন বলে জানানো হয়েছে।
টিসিবি’র উপপরিচালক মো. শাহাদাত হোসেন শনিবার এক বিজ্ঞপ্তিতে জানান, ঢাকা মহানগরীতে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকসহ চট্টগ্রাম, গাজীপুর, কুমিল্লা, ফরিদপুর, পটুয়াখালী ও বাগেরহাটে মোট ৬৮টি ট্রাক থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার ছাড়া) প্রতিদিন ৫০০ জনের কাছে সাশ্রয়ী দামে পণ্য বিক্রি করা হবে।
ভোক্তাদের জন্য বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে: ভোজ্যতেল ২ লিটার প্রতি ২৩০ টাকা, চিনি ১ কেজি ৮০ টাকা ও মসুর ডাল ২ কেজি ১৪০ টাকা।
এদিকে, স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের জন্য আগের ভর্তুকি মূল্যের ব্যবস্থা আগের মতোই বহাল থাকবে। তারা কার্ড প্রদর্শন করে ৫ কেজি চাল ১৫০ টাকা, ২ লিটার সয়াবিন তেল ২০০ টাকা, ২ কেজি মসুর ডাল ১২০ টাকা এবং ১ কেজি চিনি ৭০ টাকায় পণ্য নিতে পারবেন।
টিসিবির এই উদ্যোগ দেশের সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য বাজার নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
একুশে সংবাদ//র.ন