অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারের মেয়াদকাল যতদিন থাকবে, ততদিন তিনি আর্থিক খাত সংস্কারের কাজ চালিয়ে যাবেন।
বুধবার (৬ আগস্ট) রাজধানীর মিরপুরে কৃষি ব্যাংক স্টাফ কলেজে আয়োজিত `জুলাই পুনর্জাগরণ` উপলক্ষে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. সালেহউদ্দিন বলেন, “বাংলাদেশ থেকে যেভাবে অবৈধভাবে অর্থ পাচার হয়েছে এবং যেভাবে ব্যাংক খাতের অপব্যবহার হয়েছে, তা বিশ্বের অন্য কোনো দেশে এমন নজিরে পাওয়া দুষ্কর।”
তুলনামূলক বিশ্লেষণে তিনি উল্লেখ করেন, “বেশ কিছু ব্যাংকের অবস্থা উদ্বেগজনক হলেও কৃষি ব্যাংক এখনো অপেক্ষাকৃত স্থিতিশীল অবস্থানে রয়েছে।”
দেশের কৃষিভিত্তিক অর্থনীতির প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, “বাংলাদেশে কৃষির যে রূপান্তর ঘটেছে, তার পেছনে সবচেয়ে বেশি অবদান রেখেছে কৃষি ব্যাংক। এই খাতকে সমর্থন দেওয়ার মাধ্যমে ব্যাংকটি কৃষক ও উৎপাদকদের পাশে দাঁড়িয়েছে।”
একুশে সংবাদ/বা.জা/এ.জে