AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্যক্তি করদাতাদের জন্য অনলাইন আয়কর রিটার্ন বাধ্যতামূলক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:১৩ পিএম, ৩ আগস্ট, ২০২৫

ব্যক্তি করদাতাদের জন্য অনলাইন আয়কর রিটার্ন বাধ্যতামূলক

আগামী ২০২৫-২৬ করবর্ষ থেকে সব স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য আয়কর রিটার্ন শুধুমাত্র অনলাইনে দাখিলের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে সোমবার (৩ আগস্ট) একটি বিশেষ আদেশ জারি করা হয়েছে।

আদেশ অনুযায়ী, করদাতাদের www.ctaxnbf.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে রিটার্ন দাখিল করতে হবে। তবে চারটি নির্দিষ্ট শ্রেণির করদাতাদের জন্য কিছুটা ছাড় রাখা হয়েছে। এই শ্রেণিগুলো হলো:

  • ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা

  • শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি (যথাযথ প্রমাণসাপেক্ষে)

  • প্রবাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিক

  • মৃত করদাতার হয়ে রিটার্ন দাখিলকারী আইনগত প্রতিনিধি

যদিও এই চার শ্রেণির করদাতার জন্য বাধ্যবাধকতা নেই, তারাও চাইলে স্বেচ্ছায় অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।

এছাড়া, কারিগরি ত্রুটির কারণে যদি অনলাইনে রিটার্ন দাখিল সম্ভব না হয়, তবে করদাতাকে ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারকে লিখিতভাবে কারণ জানিয়ে আবেদন করতে হবে। সেই আবেদন পর্যালোচনার পর অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে কাগজে রিটার্ন দাখিলের সুযোগ মিলবে।

এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান স্বাক্ষরিত এ আদেশে সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে বিষয়টি যথাযথভাবে জানিয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এনবিআর জানিয়েছে, কর ব্যবস্থার ডিজিটাল রূপান্তর, জবাবদিহিতা বৃদ্ধি এবং হয়রানি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি করসেবার মানোন্নয়নই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

 

একুশে সংবাদ/চ.ট/এ.জে

সর্বোচ্চ পঠিত - অর্থ-বাণিজ্য

Link copied!