দেশের ব্যাংকিং খাত পুনরুদ্ধারে ১৮ থেকে ৩৫ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য তুলে ধরে তিনি এ মন্তব্য করেন।
অর্থ উপদেষ্টা বলেন, “বাংলাদেশের ব্যাংকিং খাতে যে সংকট দেখা দিয়েছে, তা বিশ্বে নজিরবিহীন। এই খাতের প্রায় ৮০ শতাংশ সম্পদ হুমকির মুখে পড়েছে। ফলে এর পুনর্গঠনে বিপুল অর্থের প্রয়োজন হবে, যা আইএমএফ ৩৫ বিলিয়ন ডলার হিসেবে নির্ধারণ করেছে। যদিও শুরুর দিকে তারা ১৮ বিলিয়ন ডলারের কথা বলেছিল।”
ড. সালেহউদ্দিন বলেন, “এই অন্তর্বর্তীকালীন সরকার কাঠামোগত কিছু সংস্কারের পথ দেখিয়ে যাবে। তবে স্থায়ী ও গভীর সংস্কারের জন্য রাজনৈতিক সরকারের ভূমিকাই মুখ্য।”
তিনি আরও বলেন, “আমরা যখন দায়িত্ব নিই, তখনই দেখা যায় দেশের অর্থনীতি ভয়াবহ সংকটে পড়েছে। গত বছরের আগস্ট থেকে যে অবস্থা দেখছি, তা অনেক দেশের তুলনায় অনেক বেশি বিপর্যয়কর।”
একুশে সংবাদ/স.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

