দেশে কার্যরত ৬১টি ব্যাংককে ঝুঁকি ও কার্যক্রমের ধরন অনুযায়ী ১২টি গ্রুপে ভাগ করার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৭ জুলাই) এক সংবাদ সম্মেলনে এমনটি জানান গভর্নর ড. আহসান এইচ মনসুর।
তিনি জানান, ইতোমধ্যে ২০টি ব্যাংকের ঝুঁকিভিত্তিক নিরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে। ডিসেম্বরের মধ্যে বাকি ব্যাংকগুলোর নিরীক্ষাও শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর ২০২৬ সালের জানুয়ারি থেকে শুরু হবে পূর্ণাঙ্গ ঝুঁকিনির্ভর তদারকি কার্যক্রম (Risk-Based Supervision)।
গভর্নর বলেন, "রাজনৈতিক হস্তক্ষেপজনিত আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য শুধু তদারকি যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন রাজনীতিতে গুণগত পরিবর্তন। রাজনৈতিক সংস্কার ছাড়া প্রাতিষ্ঠানিক ঝুঁকি ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত অগ্রগতি আসবে না।"
একুশে সংবাদ/আ.ট/এ.জে