দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়ে ২৭ দশমিক ৩০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২৪ জুন পর্যন্ত দেশের মোট গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ হাজার ৩০৬ মিলিয়ন ডলার। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
তথ্যমতে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রণীত ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) অনুযায়ী হিসাব করলে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২২ দশমিক ২৪ বিলিয়ন ডলার।
এর আগের দিন, অর্থাৎ ২৩ জুন পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ২৬ দশমিক ৮২ বিলিয়ন ডলার এবং আইএমএফ পদ্ধতিতে তা ছিল ২১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, বিপিএম-৬ পদ্ধতিতে প্রকৃত বা নিট রিজার্ভ হিসাব করতে গিয়ে স্বল্পমেয়াদি দায় বাদ দেওয়া হয়। ফলে এই পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ কিছুটা কম দেখায়, যা আইএমএফের মানদণ্ড অনুসারে আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে