আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারাদেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। ঈদের দিন ছাড়াও আগের ৭ দিন ও পরের ৫ দিন এই ব্যবস্থা কার্যকর থাকবে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
বুধবার (৪ জুন) প্রকাশিত এক অফিস আদেশে জানানো হয়, যাত্রীদের নির্বিঘ্ন চলাচল এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের দিনসহ মোট ১৩ দিন সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা থাকবে।
জ্বালানি বিভাগ জানিয়েছে, সড়কপথে যাতায়াত নির্বিঘ্ন করতে এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/ চ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

