AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৪ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবারও বাড়ল স্বর্ণের দাম


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১১:১১ পিএম, ১৩ মে, ২০২৫

আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের স্বর্ণবাজারে আবারও দাম বাড়ানো হয়েছে। এবার ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৫৬৩ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ১৮৬ টাকা।

মঙ্গলবার (১৩ মে) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দর আগামীকাল বুধবার (১৪ মে) থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬৯ হাজার ১৮৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৮ হাজার ৪২৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৪ হাজার ৪৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, এই দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫% মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

উল্লেখ্য, এর আগে গত ১২ মে ২২ ক্যারেট স্বর্ণের দাম কমিয়ে ১ লাখ ৬৭ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। মাত্র একদিনের ব্যবধানে আবার দাম বাড়ানো হলো, যা বাজারে অস্থিরতা বাড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

একুশে সংবাদ/ আ.ট/এ.জে

Shwapno
Link copied!