মাত্র একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। এবার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ৩ হাজার ৬৬২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৯৪৮ টাকা।
মঙ্গলবার (৬ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির কারণে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম বুধবার (৭ মে) থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, নতুন দামে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৯৪৮ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬৭ হাজার ৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪৩ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকায়।
এর আগে, গতকাল সোমবার (৫ মে) ২২ ক্যারেট সোনার দাম ছিল ১ লাখ ৭১ হাজার ২৮৬ টাকা। অর্থাৎ একদিনেই এই ক্যাটাগরির সোনার দাম বেড়েছে ৩ হাজার ৬৬২ টাকা।
বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং সমিতি নির্ধারিত ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মান অনুসারে মজুরিতে কিছু পার্থক্য হতে পারে।
তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫৮৬ টাকায়।
একুশে সংবাদ/আ.ট/এ.জে
আপনার মতামত লিখুন :