নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন সেবার উন্নয়নে বাংলাদেশকে ১১৬ কোটি ডলার ঋণ সহায়তা দিয়েছেন বিশ্বব্যাংক। তিনটি প্রকল্পের মাধ্যমে এই অর্থ দেওয়া হবে।যা বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার ৯২০ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। আজ (২০ ডিসেম্বর) সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।
বিশ্বব্যাংক জানান, এই প্রকল্পগুলোর মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন সেবা বৃদ্ধি করা হবে এবং পরিবেশবান্ধব ও জলবায়ু সহিষ্ণু উন্নয়ন অর্জনে সহায়তা হবে।
এ বিষয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ সেক বলেছেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি এবং সামনে প্রচুর দূষণ সমস্যা রয়েছে। প্রতিটি খাতে জলবায়ু সহিষ্ণুতা বৃদ্ধি এবং দূষণের সমস্যা মোকাবিলা করা এখন গুরুত্বপূর্ণ উন্নয়ন অগ্রাধিকার।
এ সময় আবদুল্লাহ সেক আরও বলেন, এই অর্থায়ন দেশের জনগণের জন্য স্বাস্থ্য, পানি এবং স্যানিটেশন সেবাগুলি পৌঁছে দেওয়ার পাশাপাশি একটি পরিষ্কার, জলবায়ু সহিষ্ণু এবং টেকসই উন্নয়নের ভিত্তি স্থাপন করবে।
একুশে সংবাদ/ইন.ট/আ.য



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

