AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কার্ডহোল্ডারদেরকে আরো বেশি সুবিধা দেওয়ার লক্ষ্যে রামাদা’র সঙ্গে পার্টনারশিপ করেছে ব্র্যাক ব্যাংক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:০৬ পিএম, ১২ অক্টোবর, ২০২৪

কার্ডহোল্ডারদেরকে আরো বেশি সুবিধা দেওয়ার লক্ষ্যে রামাদা’র সঙ্গে পার্টনারশিপ করেছে ব্র্যাক ব্যাংক

রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার-এর সঙ্গে নতুন একটি চুক্তিতে যুক্ত হয়েছে ব্র্যাক ব্যাংক, যা ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডহোল্ডারদের জন্য একাধিক বিশেষ সুবিধা দিচ্ছে।

এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের কার্ডহোল্ডাররা স্ট্যান্ডার্ড রুমের ভাড়ায় ৬০% পর্যন্ত, ওশান লাউঞ্জ অ্যান্ড বার-বি-কিউ, রেয়ার ফাইন ডাইনিং ও সোনালি রেস্টুরেন্টে ১০%, স্পা সেবায় ২৫% এবং ব্যাংকোয়েট ও কনফারেন্স হল ভাড়ায় ৫০% ছাড় পাবেন।

এই অফারটি ৩ অক্টোবর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চলবে। ফলে সুবিধা উপভোগের জন্য কার্ডহোল্ডাররা পর্যাপ্ত সময় পাবেন। ২ অক্টোবর ২০২৪ ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মোঃ মাহীয়ুল ইসলাম এবং রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার-এর জেনারেল ম্যানেজার শেভান গুনারত্নে স্মারকপত্রে স্বাক্ষর করেন।

এই চুক্তি সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মোঃ মাহীয়ুল ইসলাম বলেন, “রামাদা’র সাথে এই পার্টনারশিপ, আমাদের গ্রাহকদেরকে আরো উন্নত সেবা ও আনন্দদায়ক অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যকেই প্রতিফলিত করে। ভ্রমণ, ডাইনিং এবং বিনোদন খাতে বিশেষ অফার দিয়ে আমরা আমাদের কার্ডহোল্ডারদের সেরা লাইফস্টাইল সুবিধা দিতে চাই। এই পার্টনারশিপ তাদের কক্সবাজার ভ্রমণকে স্মরণীয় করে তুলবে।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব মার্চেন্ট অ্যাকোয়ারিং খায়রুদ্দিন আহমেদ ও হেড অব অ্যালায়েন্সেস মোঃ আশরাফুল আলম এবং রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার-এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বেনি আমিন-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

একুশে সংবাদ/ এস কে

Link copied!