বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ২৫৯টি শিল্প প্রতিষ্ঠানকে নিবন্ধন দিয়েছে। এসব শিল্প ইউনিটের নিকট থেকে চলতি বছরের এপ্রিল থেকে জুন এই তিন মাসে ৩৪ হাজার ২২ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে।
বিডার সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, প্রস্তাবিত বিনিয়োগের মধ্যে ২৮ হাজার ৫৬৪ কোটি টাকা স্থানীয় বা দেশীয় বিনিয়োগ প্রস্তাব এবং ৫ হাজার ৪৫৭ কোটি টাকার বিদেশী বিনিয়োগ প্রস্তাব রয়েছে। এছাড়া নিবন্ধন নেওয়া ২৫৯টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে দেশীয় শিল্প ইউনিট ২২৮টি, বিদেশি ২০ এবং যৌথ বিনিয়োগ রয়েছে ১১টি প্রতিষ্ঠানের।
গত ২০২২ সালের এপ্রিল-জুন সময়ে বিনিয়োগ প্রস্তাবের পরিমাণ ছিল ২৪ হাজার ৮২১ কোটি টাকা। সেই হিসেবে এ বছরের আলোচ্য সময়ে প্রস্তাবিত বিনিয়োগ বেড়েছে ৩৭.০৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিনিয়োগ প্রস্তাবগুলো মূলত খাদ্য, প্রিন্টিং ও পাবলিশিং শিল্পখাত এবং সেবাখাতে এসেছে। তবে বিদেশি বিনিয়োগ প্রস্তাব বেশি পাওয়া গেছে প্রকৌশল শিল্পখাতে। নিবন্ধিত ২৫৯টি শিল্প প্রতিষ্ঠানে ৫৭ হাজার ১৪৫ জনের নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করছে বিডা কর্তৃপক্ষ।
একুশে সংবাদ/এসএপি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

