AB Bank
ঢাকা সোমবার, ০২ অক্টোবর, ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কমছেই না খোলাবাজারে ডলার সংকট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৩৭ পিএম, ২৪ জুলাই, ২০২২
কমছেই না খোলাবাজারে ডলার সংকট

 

খোলাবাজারে ডলারের বেড়েই চলছে ডলারের দাম। আজ খোলাবাজারে প্রতি ডলার বিক্রি ১০৩ টাকা ছাড়িয়েছে। ঢাকার মানি চেঞ্জার ও খোলাবাজারে মার্কিন ডলার ১০৩ টাকা ৫০ পয়সা থেকে ১০৪ টাকার মধ্যে কেনাবেচা হয়েছে। ব্যবসায়ীরা বলছে খোলাবাজারে ডলার না থাকায় চড়া দামে বিক্রি করছেন তারা।

 

খোলাবাজার ও মানি চেঞ্জারগুলো সাধারণত বিদেশফেরত ও সংগ্রহে থাকা ডলার ক্রয় করে। ব্যাংকের রপ্তানি ও প্রবাসী আয়ের সাথে এদের বাজারের সম্পর্ক নেই।

 

পণ্যের আমদানি দাম বেড়ে যাওয়ায় ব্যাংকিং চ্যানেলেও ডলারের দাম বেড়ে গেছে। কারণ, রপ্তানি বাড়লেও প্রবাসী আয় কমেছে। ডলারের দাম আনুষ্ঠানিক ৯৪ টাকা ৪৫ পয়সা হলেও তা খোলাবাজারে ঈদের আগে ও পরে ১০০ থেকে ১০২ টাকার মধ্যে ডলার কেনাবেচা হয়েছে। আজ তা ১০৩ টাকা ছাড়িয়ে যায়।

 

এদিকে ব্যবসায়ীরা জানান, ঈদের আগে ও পরে বাজারে ডলারের সরবরাহ ও চাহিদা ভালো ছিল। কারণ, এ সময় অনেকেই বিদেশ থেকে ঈদ করতে দেশে এসেছিলেন। ফলে সরবরাহ বেড়ে যায়। আবার অনেকে ঈদের ছুটিতে বিদেশে গেছেন। ফলে ডলারের চাহিদা ছিল। কিন্তু এখন খোলাবাজারে ডলার সংকট রয়েছে। ফলে চাহিদা বেশি থাকায় বেশি দামে সেগুলো বিক্রি করা হচ্ছে।

 

খোলাবাজারে ডলার ব্যবসায়ী আজিজুল হক জানান, খোলাবাজারে ডলার নেই, ব্যাংকেও সংকট। বেশি দামে ডলার কিনতে হচ্ছে। চাহিদার তুলনায় ডলার কম পাওয়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে। প্রতি মুহূর্তেই দামের ওঠানামা করছে। সকালে ১০১ টাকা দিয়ে বিক্রি করেছি, বিকেলে সেটি ১০৩ টাকা হয়ে গেছে। ডলার কিনে এখন আর হাতে রাখাটাই ঝুঁকি হয়ে যাচ্ছে। কখন হঠাৎ করে কমে যায় এ ভয় থাকে।

 

একুশে সংবাদ.কম/জ.ন.জা.হা

Link copied!