আগামী ৬ ফেব্রুয়ারি ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বুধবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি।
এই সময় মন্ত্রী বলেন, আমি ব্যবসায়ীদের অনুরোধ করেছি একটু সময় দিতে। আমরা আগামী ৬ তারিখ মানে ১৬ দিন পর বসে দাম বাড়ানোর প্রয়োজন হলে বাড়াবো আর কমানোর প্রয়োজন হলে কমাব। সবকিছু বিবেচনা করে যেটা সুবিধাজনক হয়, সেটি করা হবে।
ভারতের শুল্ক কাঠামোর কথা উল্লেখ করে টিপু মুনশি বলেন, ভারতের বড় সুবিধা তাদের ডিউটি স্ট্রাকচার আমাদের চেয়ে কম। আমাদের যেখানে ১৮ থেকে ২০ শতাংশ, সেখানে তারা ৫ শতাংশ দেয়। এসব আমাদের বিবেচনা করে দেখতে হবে। এজন্য আমি ব্যবসায়ীদের অনুরোধ করেছি একটু সময় দিতে।
এছাড়াও তিনি আরও বলেন, ব্যবসায়ীরা নিজেরা কিছু দাম বাড়িয়েছিল আমাদের না জানিয়ে। সেটাও তারা কনসিডার করবে বলে জানিয়েছে। যেভাবে ভোক্তাদের ভাল হয় সে ভাবেই করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
একুশে সংবাদ/রাফি