পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ার বিক্রি করার মতো কোনো বিনিয়োগকারী নেই। সোমবার (২৯ নভেম্বর) লেনদেন চলাকালীন সময় কোম্পানি চারটি শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়ে। এ তথ্যজানা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে।
কোম্পানি চারটি হলো : একমি পেস্টিসাইডস, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, একটিভ ফাইন এবং ফ্যামিলিটেক্স।
জানা গেছে, রোববার সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৪.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪৯.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৯.৩০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৪.৪০ টাকা বা ৯.৮০ শতাংশ বেড়েছে।
রোববার একমি পেস্টিসাইডসের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৮.১০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩০.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০.৯০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ২.৮০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।
রোববার ফ্যামিলিটেক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪.৮০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ০.৪০ টাকা বা ৯.০৯ শতাংশ বেড়েছে।
রোববার একটিভ ফাইনের শেয়ারের ক্লোজিং দর ছিল ২২.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২২.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩.৮০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ২.১০ টাকা বা ৯.৬৭ শতাংশ বেড়েছে।
একুশে সংবাদ/রাফি
আপনার মতামত লিখুন :