বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
এর আগে চলতি বছরের ১৮ জুন দুর্নীতি দমন কমিশন (দুদক) কলিমুল্লাহর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি জানিপপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীন অনুষ্ঠিত বিভিন্ন জাতীয় নির্বাচনের পক্ষে অবস্থান নিয়ে সেগুলোর বৈধতা দিয়েছেন।
উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে নানা কর্মকাণ্ডের কারণে আলোচনায় ছিলেন নাজমুল আহসান কলিমুল্লাহ। বিশেষ করে, রাত ৩টায় ভার্চুয়াল ক্লাস নেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।
এছাড়া, তার অভিনীত একটি চলচ্চিত্রের দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়েও বিতর্ক সৃষ্টি হয়।
একুশে সংবাদ/ আ.ট/এ.জে