AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভূরুঙ্গামারীতে ফাজিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


Ekushey Sangbad
মেছবাহুল আলম, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম
০৩:০৪ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ভূরুঙ্গামারীতে ফাজিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ঐতিহ্যবাহী ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসায় সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার হলরুমে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি আজিজুর রহমান স্বপন। সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার সুপার গোলাম মোস্তফা, গভর্নিং বডির সদস্য মোঃ ছবেত আলী ও সোনাহাট দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর গফুর। এছাড়াও বক্তব্য রাখেন পাইকেরছড়া ইউপি সদস্য আবুসায়াদত মোঃ বজলুর রহমান, মাওলানা আব্দুল বারেক, মোঃ মেছবাহুল ও মোঃ জাহিদুর রহমান। শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মাহবুবুর আলম, মোঃ হামিদুল ইসলাম, মোঃ বদিউজ্জামান ও মোছাঃ নাজমা পারভিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা আসাদুজ্জামান।

বক্তারা শিক্ষার্থীদের মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক বিকাশে অভিভাবকের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শুধুমাত্র পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষা নয়, সন্তানদের সুশিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলা সময়ের দাবি। মাদক, সন্ত্রাস ও কুসংস্কার থেকে দূরে থেকে একটি আদর্শ নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সমন্বয় অপরিহার্য।

সমাবেশে মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের ফলাফল বৃদ্ধি, উপস্থিতি বৃদ্ধি ও আধুনিক শিক্ষার সাথে সমন্বয় সাধনের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। অভিভাবকরা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি নিজেদেরও সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাবেশের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রমিজউদ্দিন।

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

Link copied!