AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সারজিসের বিরুদ্ধে বিএনপি নেতা মামলা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৪৬ পিএম, ১২ আগস্ট, ২০২৫

সারজিসের বিরুদ্ধে বিএনপি নেতা  মামলা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুর সিএমএম কোর্টে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ এ মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে সারজিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন। এতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। মামলার বাদী তানভীর সিরাজ জানান, দলের নির্দেশনায় এবং ক্ষতিগ্রস্ত ভাবমূর্তি পুনরুদ্ধারের উদ্দেশ্যে এ মামলা দায়ের করা হয়েছে।

শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চ মামলাটি গ্রহণ করে তদন্তের দায়িত্ব সিআইডিকে দেন।

উল্লেখ্য, গত ৭ আগস্ট গাজীপুরের চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজ-এর প্রতিনিধি তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর সারজিস আলম ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেন, গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজির খবর প্রকাশের পর সাংবাদিক আনোয়ারকে বিএনপির কর্মীরা হামলা করে আহত করেছে এবং একই রাতে ছিনতাইকারী সন্ত্রাসীরা সাংবাদিক তুহিনকে হত্যা করেছে। এই মন্তব্যের জেরেই মামলা করা হয়।

 

একুশে সংবাদ/চ.ট/এ.জে

Link copied!