রাজধানীর কদমতলীতে ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং জুনাইদ আহমেদ পলককে।
সোমবার (৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. আরিফ হোসেন এ বিষয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তিনজনকেই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
সকালে আসামিদের আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা জানান, মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত ও বিচার সম্পন্ন করতে হলে তাদের গ্রেপ্তার দেখানো জরুরি।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই কদমতলীতে তোলারাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাহাদী হাসান পান্থ বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন। বিকেল ৪টার দিকে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
পরবর্তীতে ৮ নভেম্বর নিহত শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কদমতলী থানায় মামলা করেন। মামলার এজাহারে রাশেদ খান মেননকে ৭ নম্বর, হাসানুল হক ইনুকে ৮ নম্বর এবং জুনাইদ আহমেদ পলককে ৯ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে