ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী জালাল আহমদ জালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল কর্তৃপক্ষের সহায়তায় জালালকে আটক করা হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহবাগ থানায় মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আদালতে পাঠানোর পাশাপাশি মামলায় তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি। অভিযুক্ত জালাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক ছাত্র।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে